Help Center

A non-governmental organization (NGO) holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)

image

আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীদের আশ ফাউন্ডেশনের ফুলেল অভ্যর্থনা

image

আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীদের আশ ফাউন্ডেশনের ফুলেল অভ্যর্থনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরবর্তীতে তাদের প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতায় ক্ষমা করা হয়। আটক ৫৭ জনের মধ্যে গতকাল (৭ই সেপ্টেম্বর) রাত প্রায় ৮.৩০ টায় ১২ জন চট্টগ্রাম এয়ারপোর্টে ফিরেছেন। বিমান বন্দরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রবাসী সেবা বুথের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন ফুলেল অভ্যর্থনা দিয়ে সকলকে বরণ করে নেন। একইসাথে ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের জন্য বিশেষ বিরানী খাবার ও নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে যাতায়াতের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, তাদের কারও সাজা হয়েছিল ২৫ বছর, আবার কারও ১০ বছর মেয়াদে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় তাদের সাজা মওকুফ করা হয় এবং মাত্র ৪৫ দিনের মাথায় তাদের মুক্তি দেওয়া হয়। এসময় তারা নিজেরা এবং তাদের স্বজনেরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে, পাসপোর্ট থেকে নো এন্ট্রিটা উঠানোর জন্য উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এতে তারা পুনরায় ফিরে গিয়ে ব্যবসা বা চাকুরী ফিরে পেতে পারবেন এবং নিজেদের সংসার চালাতে পারবেন।