A non-governmental organization (NGO) holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)
আলহামদুলিল্লাহ! উদ্বোধন হয়ে গেলো সম্মানিত প্রবাসীদের জন্য বিবিধ সেবা নিয়ে ফাউন্ডেশনের বিশেষ প্রবাসী সেবা বুথ। শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের এ বিশেষ সেবা বুথ উদ্বোধন করেন এয়ারপোর্টের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম উদ্দিন মহোদয়। আকামা নবায়ন করতে না পারা সহ বিবিধ কারণে বিভিন্ন মেয়াদে জেল খেটে শূন্য হাতে অনেক প্রবাসী দেশে ফিরে আসেন। এদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ইন্সট্যান্ট খাবার, এয়ারপোর্ট থেকে রেল স্টেশন বা বাস স্টেশনে যেতে পরিবহন সুবিধা, প্রয়োজনে ফাউন্ডেশনের মুসাফির খানায় রাত্রী যাপন, হ্যালো হসপিটাল এর চিকিৎসক মারফত চিকিৎসা সেবা সবই পাওয়া যাবে সম্পুর্ণ বিনামূল্যে! গত ১৮ই আগস্ট অনুষ্ঠিত এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, এই প্রকল্পের প্রধান সহযোগী ইনফোবিপের গ্লোবাল ডিরেক্টর দুবাই প্রবাসী প্রকৌশলী রাশেদুর রহমান চৌধুরী, এয়ারপোর্ট এপিবিএন এর এডিশনাল এসপি মাহমুদুল হাসান মামুনসহ, এনএসআই, ডিজিএফাই, এয়ারপোর্ট সিকিউরিটি, সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলগণ। ফাউন্ডেশনের প্রবাসী সেবা বুথের সেবা পেতে যোগাযোগ করুনঃ 01841040546