Help Center

A non-governmental organization (NGO) holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)

image

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির বুথ উদ্বোধন

image

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির বুথ উদ্বোধন

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন-এর উদ্যোগে আজ ৩১ ডিসেম্বর উদ্বোধন হয় সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের বিশেষ বুথ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তাসলিম উদ্দিন মহোদয় আজ দুপুর ৩টায় এ প্রকল্প উদ্বোধন করেন। ফাউন্ডেশনের অর্থায়নে ও ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রকল্প হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ছাদে স্থাপন করা হয়েছে। ছাদে নির্মিত নতুন শেডে অত্যাধুনিক RO মেশিনের মাধ্যমে প্রতি ঘন্টায় ১ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন এ প্রকল্প থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ সুপেয় পানি পান কর‍তে পারবেন। নিরবিচ্ছিন্ন প্রকল্প পরিচালনায় নিয়োগ দেয়া হয়েছে সুনির্দিষ্ট দায়িত্বশীল। একইসাথে মাসে দু'বার ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টগণ প্রকল্প পরিদর্শন করে পানির গুনগত মান তদারকি করবেন, ইনশাআল্লাহ। ভবনের সম্মুখে নীচ তলার মাঠে স্থাপিত উন্মুক্ত পানি সংগ্রহ বুথের পাশাপাশি এ ভবনের প্রতি ফ্লোরে বসছে আলাদা আলাদা পানি সংগ্রহ বুথ। যার মাধ্যমে সহজেই রোগীগণ নিজ নিজ ফ্লোর থেকে পানি সংগ্রহ করতে পারবেন। আজকের এ মহতী প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সম্মানিত সহ-সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা ডা.তৈয়ব শিকদার ও সমাজ সেবা অফিসার অভিজিৎ সাহা। ফাউন্ডেশনের সম্মানিত দাতাগণের সহায়তায় স্থাপিত ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রকল্পে সহযোগীতায় আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতি।