A non-governmental organization (NGO) holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)
বন্যার ভয়াবহতা ঠেকাতে ফেনীতে বাঁধ নির্মাণে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের নিজস্ব উদ্যোগে প্রি ওয়ার্ক সার্ভে মেজারমেন্ট প্রস্তুত করা হয়েছে। মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতকৃত এই সার্ভে রিপোর্ট গতকাল (২২শে সেপ্টেম্বর) রবিবার মনোযোগ দিয়ে দেখেন বন পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাইয়েদা রিজওয়ানা হাসান। গত ২৭ আগস্ট রাতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন মহোদয় ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক কেটে দেওয়া বল্লারমুখ বাঁধ পরিদর্শনের পর উক্ত স্থান নিয়ে প্রতিবেদন তৈরি করে বিভিন্ন গণমাধ্যম। গতকাল (২২শে সেপ্টেম্বর) রবিবার সেই স্থান মাননীয় উপদেষ্টা সশরীরে উপস্থিত হয়ে পরিদর্শন করেন। এ সময় জনগণের কথা সুবিস্তারে শুনতে বিকেলে ফেনীর জেলা প্রশাসক কনফারেন্স রুমে উপদেষ্টা সাইয়েদা রিজওয়ানা এক গণশুনানির আয়োজন করেন । এতে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রস্তাবিত প্রস্তাবের প্রতি আন্তরিক সম্মতি জানিয়েছেন তিনি। পানিসম্পদ উপদেষ্টা বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও অংশ। জনগণের টাকা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণের নিকট জানতে এসেছি, তারা কী সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, প্রচণ্ড গরম উপেক্ষা করে প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করা এবং সারাদিন ধৈর্য ধরে শত মানুষের কথা শুনা, সাথে সাথে খুবই ঠান্ডা মাথায় বিচক্ষণতার সাথে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য উপদেষ্টাকে অন্তর থেকে শ্রদ্ধা। মহান আল্লাহ জনকল্যাণে তাঁর শক্তি আরো বাড়িয়ে দিন। তাঁর আন্তরিকতা, প্রকল্প বাস্তবায়ন সহজ করে দিন ও যথোপযুক্ত উত্তম প্রতিদান দিন। মানবিক কাজে ফাউন্ডেশন, আমরা, বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ।