Help Center

A non-governmental organization (NGO) holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)

image

Event Details

image

চবিতে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের জন্য মুসাফির খানায় থাকার ব্যবস্থা

বর্তমান সময়ে যেখানে নিজ সন্তান স্বার্থপরতার আশ্রয় নিয়ে তার মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, দুর্মূল্যের এই বাজারে যেখানে কোন মেহমান বাসায় একাধিক দিন থাকলে গৃহস্থের মুখে নেমে আসে অন্ধকারের ছায়া, এমন একটি কঠিন সময়ে ধরুন আপনি এক অজানা-অচেনা শহরে গেলেন যেখানে আপনার জন্য সাদরে এক বিশাল মেহমানদারী অপেক্ষা করছে, যেখানে আপনি নিশ্চিন্তে, বিনামূল্যে রাত্রি যাপন করতে পারবেন - তবে কেমন হয়? বিষয়টি স্বপ্নের মতো মনে হলেও এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে বাংলাদেশের দূর-দূরান্ত থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে পাড়ি জমায় প্রায় ২ লাখ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এই অচেনা শহরে এসে অনেকেই হোটেল, আবাসিক ছাত্রাবাস বা অন্য কোথাও থাকার স্থান না পেয়ে চরম বিড়ম্বনার শিকার হয়। অনেকে আবার অর্থের অভাবে থাকা-খাওয়ার সুষ্ঠু ব্যবস্থা করতে পারে না, তবু স্বপ্ন পূরণের আশায় ছুটে আসে চট্টগ্রামে। পরীক্ষার্থীদের এই দুর্দশার কথা ভেবে প্রতি বছরের ন্যায় এই বছরও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন-এর মুসাফির খানায় দল-মত-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মুসাফির খানায় অবস্থানরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনের অন্যতম চলমান কর্মসূচি মেহমানখানায় যথারীতি সম্পূর্ণ বিনামূল্যে খাবারের ব্যবস্থা থাকছে। উল্লেখ্য, ফাউন্ডেশনটি ২০২০ সাল থেকে মেহমানখানায় প্রতিদিন ক্ষুধার্ত মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে আসছে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চট্টগ্রাম শহরে আগত চিকিৎসা সেবা গ্রহণকারী, চাকুরীপ্রার্থী ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিনামূল্যে রাত্রি যাপনের জন্য মুসাফির খানা প্রকল্পটি চালু করে। ২০২০ সালের ১৭ই ডিসেম্বর উদ্বোধনের পর থেকেই এই সেবামূলক কাজের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সমাজে প্রশংসিত হচ্ছে। ইতোপূর্বে মুসাফিরখানায় অবস্থান নেওয়া পরীক্ষার্থীরা জানিয়েছেন তাদের উপকৃত হওয়ার অনুভূতি। এমন সুযোগ-সুবিধা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিভাবকবৃন্দ।

 

মুসাফিরখানায় কিভাবে আসবেন?

চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও থানার দক্ষিণে পাঠানিয়া গোদা হয়ে আল হুমাইরা রাদিআল্লাহু মহিলা মাদ্রাসার পাশে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন কমপ্লেক্স-এ আসলেই পেয়ে যাবেন মুসাফিরখানা।

 

মুসাফিরখানায় সিট বুকিং কিভাবে করবেন?

জাতীয় পরিচয় পত্রজন্ম নিবন্ধন  পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি সহ আসলে মুসাফিরখানায় সিট বুকিং করতে পারবেন। এছাড়া অগ্রিম বুকিং এর জন্য আমাদের উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন।