Help Center

A non-governmental organization (NGO) holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)

image

Qubani/Udiya

image

Qurban in Bangladesh and Gaza

অবিশ্বাস্য হলেও সত্যি বাংলাদেশের একেবারে প্রত্যন্ত চরাঞ্চলে এমন জায়গা রয়েছে, যেখানে বহু মানুষ বছরে মাত্র ১ দিন গোশত খাওয়ার সুযোগ পায়। 

আর তা হলো কুরবানীর দিন। তাও যদি আপনারা অংশগ্রহণ করেন।

সে জায়গা সমূহে গত ৬ বছর ধরে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী Muhammed Nasir Uddin নিজে স্বশরীরে উপস্থিত থেকে কুরবানী দিয়ে আসছেন। শুধু তাই নই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কুরবানীর পর পুরো এলাকায় তালিকা করে সুষ্ঠুভাবে বিতরণ করা হয় কুরবানীর গোশত।

পূর্বের ধারাবাহিকতায় এবারো দেশের প্রত্যন্ত অঞ্চলসহ Alhaj Shamsul Hoque Foundation এর পক্ষ থেকে ৩ জায়গায় নেয়া হয়েছে কুরবানীর উদ্যোগ। 

১. দেশের প্রত্যন্ত অঞ্চল (বন্যার্ত, ঘূর্ণিঝড় আক্রান্ত দরিদ্র চরাঞ্চল  অগ্রাধিকার)।

২. স্বল্প পরিসরে রোহিঙ্গা ক্যাম্প।

৩. একইসাথে গাজার নির্যাতিত অসহায় মানুষের জন্য কুরবানী ইনশাআল্লাহ। (স্থান: গাজার খান ইউনিসের আল মায়াউশি ক্যাম্প)।

ফাউন্ডেশনের এই মহতী প্রকল্পে কুরবানী করতে আগ্রহীগণ টাকা জমা/ পাঠানোর পর কমেন্টে উল্লেখিত গুগল ফর্মটি কাইন্ডলী পূরণ করে দিন।

উক্ত ফর্মে অন্যান্য তথ্যের সাথে উপরোল্লিখিত ৩টা স্থানের মধ্যে কুরবানীর জন্য আপনার পছন্দসই স্থান নির্বাচিত করে দিতে পারবেন। সেখানেই হবে আপনার কুরবানী। 

একইসাথে কুরবানী নিশ্চিতের ছবি চাইলে তা আপনার হোয়াটস নাম্বারে পাঠিয়ে দেয়া হবে। তাই হোয়াটস এপ নাম্বারটি সতর্ককতার সহিত পূরণ করুন।

বছরের অন্যতম এই আনন্দের দিনে অপরকে আনন্দিত করার এই মহতী প্রয়াসে নিজে অংশগ্রহণ করুন, অপরকে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন।

সম্মিলিত প্রয়াসে এগিয়ে চলুক মানবসেবা।

Donate Amount

Personal Information

  I HAVE READ & AGREE TO THE WEBSITE'S   TERMS & CONDITIONS, PRIVACY POLICY AND REFUND POLICY.*