A non-governmental organization (NGO) holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)
বাংলাদেশে এমন অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে পরিবারগুলো বছরে মাত্র একবার মাংস খাওয়ার সুযোগ পায়। আপনাদের অকৃত্রিম সহযোগিতায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন পূর্বের ধারাবাহিকতায় এবারও ঈদুল আযহার আনন্দ ভাগ করে নিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বন্যা কবলিত এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্পে মূল্যবান কোরবানির মাংস পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে। আপনার আন্তরিক অংশগ্রহণই পারে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সাথে কুরবানীতে অংশগ্রহণ করুন।
পশু | টাকা | USD | AUD |
ছাগল | ১২ - ১৮ হাজার | 150 | 230 |
গরু (১ শেয়ার) | ১১ হাজার ৫০০ | 110 | 170 |
গরু (সম্পূর্ণ) | ৭০ - ৯০ হাজার | 770 | 1190 |