Help Center

A non-governmental organization (NGO) holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)

image

Event Details

image

চকোরিয়া এবং সাতকানিয়া-লোহাগাড়ায় বর্ন্যারতদের পাশে দাঁড়ান

চকরিয়া, সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলাসহ প্রায় ৬৩ ইউনিয়নের ৩ লাখ মানুষ বন্যায় পানিবন্দী। বন্যায় মানুষেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজ গৃহ ত্যাগ করছেন। পানির ঢলের প্রচন্ড বেগে মাতামুহুরী, বাঁকখালী ও ঈদগাঁও নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কয়েকটি স্থান তলিয়ে গিয়েছে। বিলীন হয়েছে অন্তত ৩৭০টি কাঁচা ঘরবাড়ি। জেলার ৪৬ কিলোমিটার সড়ক বন্যায় ডুবে গেছে । রান্নার কাজ বন্ধ থাকায় শত শত ঘরে খাবারের সংকট চলছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। এই পরিস্থিতিতে সকলের সহযোগিতা প্রয়োজন। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসুন।